এই আইন শরিয়াহ ফৌজদারি অপরাধ (তাকজির) আইন অনুযায়ী কার্যকর হবে এবং অপরাধীদের সর্বোচ্চ তিন হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬ হাজার টাকা) জরিমানা করা যাবে। তেরেঙ্গানু রাজ্যের নির্বাহী কাউন্সিলের সদস্য মুহাম্মদ খালিল আবদুল হাদি বলেছেন, “একবার নামাজ ছেড়ে দিলেও এটি দণ্ডনীয় অপরাধ হবে।”
সরকার মসজিদগুলোতে ব্যানার টানিয়ে জনগণকে নিয়মের বিষয়ে সচেতন করবে এবং অনুপস্থিতদের বিরুদ্ধে অভিযোগ বা টহল দলের মাধ্যমে ব্যবস্থা নেবে।
এর পদক্ষেপ প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পাস)-এর বৃহত্তর উদ্যোগের অংশ, যারা মালয়েশিয়ায় শরিয়াহ আইন কঠোরভাবে প্রয়োগ করতে চায়। দেশের দ্বৈত আইনি কাঠামোর মধ্যে, মুসলিমদের জন্য শরিয়াহ আইন এবং সিভিল আইন একইসাথে কার্যকর রয়েছে।
গত বছর ফেব্রুয়ারি, মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত এক ডজনের বেশি শরিয়াহভিত্তিক রাজ্য আইন বাতিল করায় ইসলামপন্থিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।